বাংলাদেশের ৩য় বৃহত্তর বিভাগ রংপুর উত্তরে নীলফামারী এবং লালমনিরহাট, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে দিনাজপুর জেলা দ্বারা সীমাবদ্ধ। ২০১০ সালের ২৫শে জানুয়ারি রংপুর বিভাগ গঠিত হয়। এই বিভাগের ৩টি প্রধান শহর হচ্ছে রংপুর, সৈয়দপুর এবং দিনাজপুর। রংপুরে আছে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তা যার উৎপত্তিস্থল ভারতের সিকিম। এছাড়াও সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকেও রংপুর অনেক সমৃদ্ধ।
রংপুর বিভাগের বিভিন্ন জেলার দর্শনীয় স্থান সমূহঃ
রংপুর: তাজহাট প্যালেস, ভিন্ন জগৎ, টাউন হল, রংপুর চিড়িয়াখানা, যাদু নিবাস,কারমাইকেল কলেজ, পীরগাছা জমিদার বাড়ি, দেবী চৌধুরানীর জমিদার বাড়ি, ইটাকুমারী জমিদার বাড়ী।
পঞ্চগড়: ভিতরগড় দুর্গ, মহারাজের পুকুর, মির্জাপুর শাহী মসজিদ, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, রকস মিউজিয়াম।
নীলফামারী: নীলসাগর, তিস্তা ব্যারেজ, চিনি মসজিদ, বিষ্ণু মন্দির, ধর্মপালের গড়, ময়নামতির দুর্গ, জেলা জাদুঘর।
দিনাজপুর: রামসাগর জাতীয় উদ্যান, নয়াবাদ মসজিদ, কান্তজীর মন্দির, সীতাকোট বিহার।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সুগার মিল, ফানসিটি এমিউজমেন্ট পার্ক, বীরেন্দ্রনাথ রাজবাড়ী, হরিপুর রাজবাড়ী, রাজা টংকনাথের রাজবাড়ী, জমিদারবাড়ি জামে মসজিদ।
কুড়িগ্রাম: চান্দামারী মসজিদ, শাহী জামে মসজিদ, ভেতরবন্দ জমিদার বাড়ি, নাওডাঙ্গা জমিদার বাড়ি, ধরলা ব্রিজ।

না ফেরার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়
অভিনেতা,আবৃত্তিকার কিংবা কবি- প্রতিটি পরিচয়েই তিনি ছিলেন সেরাদের একজন। সত্যজিৎ রায় তাঁর মধ্যেই খুঁজে পেয়েছিলেন পথের পাঁচালীর অপুকে। সেই সৌমিত্র আমাদের ছেড়ে