About us


২০১৯ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু হয় ‘চকবোর্ড’ এর। ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পৃথিবীর আদ্যোপান্তে ঘটে যাওয়া নানা ঘটনা, নানা ইস্যু সকলের কাছে সহজলভ্য করে দেয়া এবং মানুষের প্রয়োজনীয় নানা ধরনের জ্ঞানমূলক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু হয়।


আমরা কী? 

– Chalkboard Inc. এর অধীনে পরিচালিত একটি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মিডিয়া।

– চকবোর্ডের যাত্রা শুরু হয়েছে ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইটে নিয়মিত শিক্ষামূলক আর্টিকেল পোস্ট করার মাধ্যমে। ইতিহাস, অর্থনীতি, পরিবেশ, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত হয় আমাদের কন্টেন্ট সমূহ।  

– আমাদের প্রাথমিক ভাষা বাংলা। আমরা চাই এর মাধ্যমে বাংলা ভাষার সহজলভ্যতা ও গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাক, সেই সাথে অনলাইন ভিত্তিক বাংলা ভাষার চর্চারও বিকাশ ঘটুক। পাশাপাশি আন্তর্জাতিক ভাবে আমাদের সেবা ছড়িয়ে দিতে ইংরেজিতেও কাজ শুরু করেছি আমরা।

শুধু আর্টিকেল না, এর পাশাপাশি ইনফোগ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা অব্যাহত আছে আমাদের। 

– শুধু সংখ্যা কিংবা পরিমাণে না, সর্বোচ্চ মানের কন্টেন্ট পাঠক এবং দর্শকশ্রোতার কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।


আমাদের সহযোগী সদস্যঃ 

– আমাদের কারিগরি সহায়তা প্রদান করে থাকে Chalkboard Communications

– ভবিষ্যতের জন্য চকবোর্ডের সকল আর্টিকেল সংরক্ষণ ও লিপিবদ্ধ করা, সেই সাথে বই আকারে প্রকাশের জন্য কাজ করে থাকে Chalkboard Publications

– অ্যাকাডেমিক কন্টেন্ট নির্মাণের জন্য চকবোর্ডের নিজস্ব প্রোগ্রাম ‘শেখো – Shekho’। ২০২০ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে শেখো।